মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকা থেকে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ১ কোটি টাকা ৩০লক্ষ ৮৪০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস আটক করেছে। সোমবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্ত্বর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি কাভার্ড ভ্যান ভর্তি এসব পণ্য আটক করে বিজিবি। সোমবার সন্ধ্যায় বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল তানজিল আহমেদ স্বাক্ষরিত পত্রে জানা যায়
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ৪৩২০০ পিস ভারতীয় স্কিন শাইন ক্রিম,৮৭১ ভারতীয় ফেসওয়াশ, ৮৯০ প্যাকেট ভারতীয় ট্যাং আটক করেছে। হবিগঞ্জ ব্যাটেলিয়ন (৫৫ বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা এলাকায় ব্যারিকেড দেওয়া হয়। এ সময় ভারতীয় চোরাই পণ্য ভর্তি একটি কার্ভাড ভ্যান আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।