স্টাফ রিপোর্টারঃ মাধবপুরে ১ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সূত্রে জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীনস্থ মাধবপুর উপজেলার মনতলা বিওপির একটি টহলদল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। গতকাল মঙ্গলবার (১১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে টহলদলের কমান্ডার সুবেদার মো. কাজী শাহিনের নেতৃত্বে সীমান্তবর্তী মনতলা ত্রিমোহনী এলাকায় অভিযান চালিয়ে মো. জমির আলী (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১,৯৮০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫ লাখ ৮৮ হাজার টাকা। গ্রেপ্তারকৃত জমির আলী হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের লোকরা গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক প্রবাহ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।