স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা হলরুমে প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফয়সল চৌধুরী, উপজেলা তথ্য ও সেবা কর্মকর্তা মেরিনা নাসরিন, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, মাধবপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর কবির, রোকসানা পারভীন, লাখী রানী শীল প্রমুখ।
[caption id="attachment_1355" align="alignnone" width="2560"] দৈনিক বাংলার খবর অনলাইন নিউজ পোর্টাল whatsapp চ্যানেল ফলো করুন।।[/caption]