স্টাফ রিপোর্টার:
মাধবপুরের আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে গভীর রাতে বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুনে সর্বস্ব পুড়ে ছাই । ক্ষতিগ্রস্ত পরিবারের জীবন চলছে গ্রামবাসীর অনুগ্রহে ।
গত বুধবার সুলতানপুর গ্রামের রনু দেবের বাড়ীতে গিয়ে দেখা গেছে বসত ঘরের চিহ্নটুকু আছে । ঘরের জিনিসপত্র সবই পুড়ে ছাই হয়ে গেছে ।
রনু দেব জানান গত রবিবার রাত ৩টায় তার ছোট ছেলে অন্তরের ডাকে ঘুম থেকে জেগে হতভম্ব হয়ে পড়েন তিনি । মুহুর্তের মধ্যে আগুন দাউ দাউ করে সমস্ত ঘরে জ্বলে উঠে ।
প্রতিবেশীরা ছুটে আসলেও কেউই আগুনের কাছে আসতে পারেনি । মুহুর্তের মধ্যেই সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে । মনে হয়েছে কেউ পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়েছে । তার জীবনের সঞ্চিত সব কিছুই শেষ । প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে । এখন গ্রমবাসীর অনুগ্রহে চলছে তাদের জীবন । রনু দেব জানান বুধবার মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান অভিযোগের তদন্ত করে দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
[caption id="attachment_1355" align="alignnone" width="2560"] দৈনিক বাংলার খবর অনলাইন নিউজ পোর্টাল whatsapp চ্যানেল ফলো করুন।।[/caption]