স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের মাধবপুরে মালচিং বা মাচা পদ্ধতিতে টমেটো চাষ করে চাষিরা তিনগুণ বেশি লাভের আশা করছেন। এ পদ্ধতিতে টমেটো সাধারণত মাটির উপরিভাগেই হয়ে থাকে মালচিং বা মাচা পদ্ধতিতে, যা সাধারণত খুব একটা দেখা যায় না। তবে এবার শাহজাহানপুরে একাধিক কৃষক এই পদ্ধতিতে টমেটো চাষ করেছেন।
[caption id="attachment_1355" align="alignnone" width="2560"] দৈনিক বাংলার খবর অনলাইন নিউজ পোর্টাল whatsapp চ্যানেল ফলো করুন।।[/caption]
উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা এলাকার চাষি অন্তর মিয়া জানান, মালচিং পদ্ধতিতে চার বিঘা জমিতে টমেটোর চাষ করেছি। এতে খরচ হয়েছে সাড়ে তিন লাখ টাকা। দেড় লাখ টাকার টমেটো বিক্রি করেছি।আরও দুই লাখ টাকা লোকসান হয়েছে। তিনি আরও জানান,টমেটো ন্যায্য মূল্য না থাকায় এবছর লোকসানে পরতে হয়েছে আমাদের।
চাষি রজব আলী জানান, তিনি বিউটি প্লাস, সাতশ সাতান্ন ও বাহুবলি জাতের টমেটো চাষ করেছেন। আধুনিক পদ্ধতিতে চাষ করা হয়েছে টমেটো। প্রতি কেজি ৪/৫ টাকা পাইকারি বিক্রি করতে হয়। টমেটো করতে খরচ হয়েছে ঠিকই কিন্তু লাভের চেয়ে লোকসান হয়েছে বেশি।
উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার বলেন, আধুনিক মালচিং পদ্ধতিতে চাষ করলে ফলন বৃদ্ধি ও রোগবালাই কম হয়।কৃষকদের সঠিক পরামর্শ ও সেবা দেওয়া হয়েছে। এবছর টমেটো সস্তা থাকায় কৃষকরা লাভের সংখ্যায় কম দেখছেন।