লাখাই প্রতিনিধিঃ
হবিগঞ্জ শায়েস্তানগর মাছ বাজার সংলগ্ন সড়কে টমটম ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে টমটমে থাকা যাত্রী তাজুল ইসলাম (৪৫) আহত হয়েছে বলে জানাগেছ।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে৮টায় এ দুর্ঘটনা ঘঠেছে।আহত তাজুল ইসলাম হলেন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মাদনা গ্রামের ১ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি।
ঘটনার সুত্রে জানাযায়,হবিগঞ্জ শহরে শায়েস্তনগর মাছ বাজারে পাইকারি মাছ বিক্রি করে টমটম যুগে বাড়ি ফেরার পথে শহরের শায়েস্তানগর এলাকায় পৌঁছালে টমটম ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় এতে করে গুরুত আহত হয় বিএনপি নেতা তাজুল ইসলাম। ঘটনাস্থলে স্থানীয়রা আহত তাজুল ইসলাম কে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।বর্তমানে আহত তাজুল ইসলাম হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাদীন অবস্থা আছে।