পারভেজ হাসান লাখাই প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজারে যানজট থেকে রেহাই নেই জনসাধারণের। চলার গতি হঠাৎ থমকে যায় দীর্ঘ যানজটে। এ অসহনীয় যানজটের মূল কারণ রাস্তার পাশে অবৈধ গাড়ি পার্কিং ও কৃষি জমি থেকে দিন দুপুরে অবৈধ মাটি ব্যবসায়ীদের মাটি বুঝাইকৃত ট্রাক চলাচল। রাস্তার দুপাশের অনেক ফুটপাত বেদখলে। সেই সঙ্গে রাস্তার পাশে যত্রতত্র গাড়ি পার্কিং তো আছেই। বিশেষ করে বুল্লা বাজার চৌরাস্তার মোড়ে ব্যস্ত সড়কটি ও বাদ নেই অবৈধ গাড়ি পার্কিং আর হকারদের দখল থেকে।এমনকি বাজারের ভিতরের প্রবেশ করা রাস্তাটি ও যেন হর হামেশা গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা হয়ে গেছে।এ সড়কের দুই পাশে দিনভর অসংখ্য গাড়ি পার্ক করে রাখার কারণে গাড়ি চলাচলের স্বাভাবিক গতি ব্যাহত হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে এসব এলাকায়।গ্রামের ভিতর থেকে মাটি বুঝাইকৃত ট্রাকগুলো রাস্তায় চলাচল করার ফলে এই যানজট লেগে থাকে।যার ফলে যাতায়াতকারীদের ভোগান্তির শেষ নেই।
এ ব্যাপারে বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আশিক আহমেদ রাজিবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমাদের বুল্লা বাজারে নির্দিষ্ট গাড়ি পার্কিংয়ের জায়গা না থাকায় এ যানজট লেগে থাকে। গাড়ির লোড আনলোডের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময় করে দিয়েছি রাত ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের পরে যদি কেউ লোড আনলোড করে সেটা বাজারের নিয়ম শৃঙ্খলার বাহিরে।
এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সাথে যোগাযোগ করার জন্য একাধিকবার মোবাইলে ফোন দিলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।