মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী খুর্শিদ হাই স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগের সভাপতিত্ত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কৃষিবিদ সজীব সরকার।
আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহন মিয়া,সহকারী প্রধান শিক্ষক মিহির চন্দ্র দেব,বিএনপি সভাপতি ফজলুর রহমান,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ছায়েদুর রহমান,সাবেক সদস্য ফরিদুর রহমান,মুখলেছুর রহমান সোহেলসহ আরও অনেকে।