স্টাফ রিপোর্টারঃ
একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি মাধবপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মাধবপুর উপজেলা পরিষদ চত্বর শহিদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেমের নেতৃত্বে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি পুষ্পস্তবক অর্পণ করেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, মাধবপুর থানা, পৌরসভা, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতি।
এছাড়াও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন সহ মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইমরুল হাসান জাহাঙ্গীর, উপজেলা শিক্ষা অফিসার এসএম জাকিরুল হাসান, তথ্য সেবা কর্মকর্তা মেরিনা নাসরিন এবং মাধবপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: তোফাজ্জল হোসেন চৌধুরী প্রমূখ।
পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল মামুন সহ পুলিশ অফিসার ও পুলিশ সদস্যগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবির ব্যক্তিবর্গ।