হামিদুর রহমান,মাধবপুর( হবিগঞ্জ)
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলষ্টেশন ছিনতাইকারীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে।এই ছিনতাইকারী চক্রের অধিকাংশ সদস্য কিশোর ও উঠতি বয়সের। তাদের দমন করা কঠিন হয়ে পড়েছে।নোয়াপাড়া রেলষ্টেশনের ট্রেন যাত্রীরা পড়েছেন বিপাকে। প্রতিদিন এ ষ্টেশনে হচ্ছে ছিনতাইসহ নানা অপরাধ।রেলষ্টেশনের সাথেই লাগোয়া নোয়াপাড়া চা বাগান। চুরি ছিনতাই করে চক্রটি নিরাপদ বাগানের ভেতরে চলে যায়। আবার ট্রেন আসার সময় হলে দলে দলে বিভক্ত হয়ে ভীড়ের মধ্যে চলে তাদের। চুরি ছিনতাই। হুড়োহড়ির মধ্যে যাত্রীরা যখন ট্রেন উঠাতে ব্যস্ত ওই সময় ছিনতাইকারিরা মোবাইল ফোনসহ যা তা নিয়ে দৌড়ে পালায়।ট্রেন ছেড়ে যাবার পর তখন আর যাত্রীদের করার কিছু থাকেনা।এভাবে দিনের পর দিন চলছে ছিনতাই। রেলওয়ে ষ্টেশন কর্তৃপক্ষ অসহায়। তারা নিরাপত্তার জনিত কারনে এসব অপরাধীদের
দমন করা যাচ্ছেনা। এ কারনে দিন দিন তাদের অপরাধের মাত্রা বেড়েই চলছে। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ নোয়াপাড়া রেলষ্টেশনে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে।
নোয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা আহমেদ সম্রাট বলেন,নোয়াপাড়া রেলষ্টেশনে যাত্রী সাধারণের কোন নিরাপত্তা নেই। এ ষ্টেশন থেকে রেলে ঢাকা, সিলেট,চট্রগামসহ দেশের বিভিন্ন স্থানে রাতদিন আন্তঃনগর ট্রেন সহ লোকাল ট্রেনে শতশত যাত্রী গমনাগমন করেন। এ কারনে নোয়াপাড়া রেলষ্টেশনে সব সময় লোকে লোকারণ্য থাকে। এ সুযোগে উঠতি বয়সের কিছু বখাটে যুবক ছিনতাই করতে তৎপর হয়ে উঠেছে। রাতদিন সুযোগ বুঝে এ চক্রটি ট্রেন যাত্রীদের মোবাইল ফোন সহ অনেক জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যাচ্ছে। চক্রের দুর্বৃত্ততায়ন দিনে দিনে বেড়েই চলেছে।এসব অপরাধ নিয়ন্ত্রণ করতে সামাজিকভাব। প্রতিরোধ গড়ার চেষ্টা চলছে।সবাই আন্তরিকভাব। সহযোগীতা করলে গুটিকয়েক অপরাধীকে সহজেই নিয়ন্ত্রণ করা কঠিন নয়।
নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তাফা সোহেল বলেন,একটি অপরাধী চক্র নোয়াপাড়া রেলষ্টেশনে ছিনতাইয়ের কারনে যাত্রী সহ সাধারণ মানুষ অস্থির হয়ে পড়েছে। রেলষ্টেশন সবার জন্য নিরাপদ করতে সবাইকে সাথে নিয়ে কাজ করা হচ্ছে।ইতিমধ্যে কয়েকজন দাগী ছিনতাইকারীকে জনতার সহায়তায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
নোয়াপাড়া রেলষ্টেশন মাষ্টার মনির হোসেন বলেন,অনেক বছর ধরে নোয়াপাড়া রেলষ্টেশনে আন্তঃনগর ৩টি গুরুত্বপূর্ণ ট্রেন যাত্রা বিরতি করে থাকে। এ কারনে বহুকাল ধরে এখানে মানুষের ভীড় একটি বেশি। কিন্তু বড় সমস্যা হচ্ছে ছিনতাই। অনেক ধরে বেপরোয়া গতিতে ছিনতাই চলছে। তাদের রোধ করা খু্বই জরুরী। ছিনতাই রোধ করা গেলে রেলষ্টেশনের স্বাভাবিক নিরাপদ পরিবেশ ফিরে আসবে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান,নোয়াপাড়া রেল এলাকায় ছিনতাইকারিদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।যারা এ কাজে বাকি লোকদের গ্রেপ্তার করতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।