জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর জেলা শহরে অবস্হিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটি বর্তমান ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত নাম ) এর ছাত্রদলের (বিশ্ববিদ্যালয় শাখা) কমিটি গঠিত হয়েছে।
ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদলের কমিটি গঠন।।
ছাত্রদলের কমিটি গঠনের জন্য শিক্ষার্থীদের মতামত কে প্রাধান্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর বারোটা থেকে শুরু হয়ে ১.৩০ মিনিটে ভোট গ্রহণ শেষ হয়।ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনার ও প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা হয়। শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে রেজওয়ান আহমেদ শাওন ও সাধারণ সম্পাদক পদে তানজিম আহম্মেদ রাকিব নির্বাচিত হন।ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি হাফিজুর রহমান সোহান,যুগ্ম সম্পাদক নাকিবুল ইসলাম চৌধুরী,যুগ্ম সম্পাদক আবদুর রহিম রনি,জামালপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন সিদ্দিকী, জামালপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আরাফাত ইসলাম, সধারণ সম্পাদক ফারদিন আল সাদমান মুগ্ধ,জামালপুর শহর শাখা ছাত্রদলের সদস্য সচিব শামীম আহমেদ প্রমুখ।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে ক্যাম্পাসে আগামীদিনের মেধাবী ও বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক চর্চার মাধ্যমে দক্ষ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহবান জানান।