স্টাফ রিপোর্টার।।
হবিগঞ্জের মাধবপুর উপজেলা নোয়াপাড়া রেলস্টেশন এলাকা থেকে ছিনতাইকালে হাতেনাতে আটক করে রাকিব মিয়া (২০) নামে এক তরুণকে পুলিশে দিয়েছে জনতা।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নোয়াপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত রাকিব মিয়া মাধবপুর উপজেলার বরগ এলাকার জালাল মিয়ার পুত্র।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে রাকিবকে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ছুরি নিয়ে প্রকাশ্য চলাফেরা করতে দেখে জনতা তাকে আটক করেন। সে ধারালো ছুরি দিয়ে ছুরিকাঘাত করার চেষ্টা চালায়। এসময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলেন।।এসময় ছিনতাই কাজে ব্যবহৃত দুটি ধারালো ছুরি জব্দ করা হয়।
নোয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল বলেন,নোয়াপাড়া রেলওয়ে ষ্টেশনকে মাদকসেবী ও মোবাইল ছিনতাই কারীদের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের অভিযান শুরু হয়েছে এবং জনগণও সহযোগিতা করছে। আশাকরি অচিরেই নোয়াপাড়া রেলওয়ে ষ্টেশনকে মাদকসেবী ও মোবাইল ছিনতাই কারী মুক্ত করা যাবে।