পারভেজ হাসান লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মশাদিয়া গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা মোঃ সুলতান মিয়া (৭৮) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার ১৩ ডিসেম্বর দুপুরে মশাদিয়া গ্রামের মাঠে মরহুমের নামাজে জানাজার আগে শ্রদ্ধা জানাতে জড়ো হন area's গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ। এসময় পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
মরহুমের কফিনে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয় এবং শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিরা।
বীর মুক্তিযোদ্ধা সুলতান মিয়ার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান সৈয়দ মুরাদ ইসলাম, লাখাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), মোঃ জাহিদুল হক, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা।
বীর মুক্তিযোদ্ধা মোঃ সুলতান মিয়া ছিলেন মশাদিয়া গ্রামের মৃত আব্দুল হেলিমের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। জাতি আজীবন তাঁর মহান আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।