পারভেজ হাসান
লাখাই প্রতিনিধি:
লাখাইয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম-এর সাথে লাখাই প্রেস ক্লাবে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ লাখাইয়ের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট, মদ-জুয়া, চুরি-ডাকাতিসহ বিভিন্ন বিরাজমান সমস্যা নিয়ে আলোকপাত করেন এবং বিশদ বিবরণ দেন।
সভায় আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বাহার উদ্দীন, সহসভাপতি আশীষ দাশগুপ্ত, সহ সভাপতি মহিউদ্দিন আহম্মেদ রিপন, এবং সাংবাদিক সুশীল চন্দ্র দাস, এম ইয়াকুব হাসান অন্তর, পারভেজ হাসান, কামরুল হাসান সুজন, আব্দুল মতিন, নোমান মোল্লা, আক্তার মিয়া প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম সাংবাদিকদের কাছ থেকে সার্বিক সহযোগিতা কামনা করে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, মাদক নির্মূলে 'শূন্য সহনশীলতা' (জিরো টলারেন্স) নীতি অবলম্বন করে কাজ করা হবে।
পাশাপাশি, তিনি যানজট নিরসনে দ্রুত কাজ শুরু করার আশ্বাস দেন। ইউএনও আরও জানান, লাখাইয়ের সামগ্রিক আইনশৃঙ্খলা উন্নয়ন এবং সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পদক্ষেপ অব্যাহত থাকবে।
নবাগত নির্বাহী কর্মকর্তা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের সহযোগিতায় তিনি লাখাই উপজেলাকে একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ স্থানে পরিণত করতে সক্ষম হবেন।