বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে বেগম জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বড় অবদান রাখা নেত্রীদের একজন খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। নির্যাতন, কারাভোগসহ নানান প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি অবিচল ছিলেন। তিনি জানান, গত দুদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা বেগম জিয়ার শারীরিক অবস্থা বৃহস্পতিবার রাত থেকেই আরও অবনতি হয়েছে এবং চিকিৎসকরা তা ‘অত্যন্ত সংকটময়’ বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, সারা দেশে মসজিদে মসজিদে দেশনেত্রীর রোগমুক্তির জন্য দোয়া হচ্ছে। আমরাও নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে আল্লাহর কাছে তাঁর জন্য বিশেষ মোনাজাত করেছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন।
দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে ১৫ অক্টোবরও তিনি একই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন।
এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি হাসপাতালে আসা-যাওয়া করছিলেন।